গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মেহেদী ব্যাপারী (১৯) নামে এক তরুণ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সজিব তালুকদার (২৫) নামে এক আরোহী।
শুক্রবার (৯ জুলাই) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে মুকসুদপুর কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের আব্দুল জব্বার ব্যাপারীর ছেলে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বাংলানিউজকে জানান, মুকসুদপুর থেকে ভাঙ্গা যাচ্ছিলেন সজিব ও মেহেদী। পথে মুকসুদপুর কলেজ মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান তারা। এতে ঘটনাস্থলেই মেহেদী নিহত হন। গুরুতর আহতাবস্থায় সজিবকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২১
এসআরএস