ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ৪৯ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
বরিশালে ৪৯ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

বরিশাল: বরিশালে প্রথম দফায় নির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলনকক্ষে জেলার নবনির্বাচিত ৪৯ জন চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

তবে আরেকজন চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি এ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।  

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ইউপি চেয়ারম্যানদের সরকারি বিধি-বিধান মেনে জনকল্যাণে কাজ করার নির্দেশনা দেন। কেউ শপথ ভঙ্গ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয়টিও স্মরণ করিয়ে দেন তিনি।  

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাজমুল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।