ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আ‌ধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে শ্রমিক‌দের সংঘর্ষ, ১৭ রু‌টে বাস চলাচল বন্ধ

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
আ‌ধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে শ্রমিক‌দের সংঘর্ষ, ১৭ রু‌টে বাস চলাচল বন্ধ ...

ব‌রিশাল: আধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে ব‌রিশাল নগ‌রের রুপাতলী‌তে দুই গ্রুপ শ্র‌মিক‌দের সংঘ‌র্ষে সকাল থে‌কে ১৭ রু‌টে বাস চলাচল বন্ধ র‌য়ে‌ছে।  

পাশাপাশি রুপাতলী বাস টা‌র্মিনা‌লে উ‌ত্তেজনা বিরাজ কর‌ছে, নিরাপত্তায় পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে।

 

উভয় প‌ক্ষের শ্রমিক নেতারা দা‌বি ক‌রে‌ছে সংঘ‌র্ষের ঘটনায় তা‌দের কমপ‌ক্ষে ৬ জন আহত হ‌য়ে‌ছে। এ‌দের ম‌ধ্যে ১ জন‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

প্রতক্ষ্যদর্শী বরগুনাগামী আ. হক না‌মের এক যাত্রী জানান, বাসস্ট্যা‌ন্ডে কথার কাটাকা‌টি ধ‌রে দুই প‌ক্ষের ম‌ধ্যে হাতাহা‌তি হ‌তে দেখে‌ছি এবং এ‌তে একজন জখম হ‌য়ে‌ছে।

শ্রমিকরা জানি‌য়ে‌ছে, ব‌রিশাল জেলা বাস, মি‌নিবাস, কোচ ও মাই‌ক্রোবাস শ্র‌মিক ইউ‌নিয়‌নের দু‌টি ক‌মি‌টি নতুনভা‌বে গ‌ঠিত হয়। এরপর থে‌কে দুই গ্রুপ শ্র‌মিক নেতা‌দের ম‌ধ্যে বি‌ভিন্ন সময় ছোটখা‌টো মারামা‌রি ও উ‌ত্তেজনার ঘটনা ঘ‌টে আস‌ছি‌লে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল সা‌ড়ে ১০ টার দি‌কে টা‌র্মিনাল ভব‌নের নীচতলায় কাউন্টা‌রের সাম‌নে সুলতান মাহমুদ ও স‌হিদুল ইসলাম টিটু নেতৃত্বাধীন ক‌মি‌টির শ্রমিকদের সঙ্গে প‌রিমল চন্দ্র দাস ও আহম্মদ শাহা‌রিয়ার বাবুর নেতৃত্বাধীন ক‌মি‌টির শ্রম‌কি‌দের সঙ্গে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। এরপরই গোটা বাস টা‌র্মিনাল এলাকায় উ‌ত্তেজনা ছ‌ড়ি‌য়ে প‌রে এবং বাস চলাচল বন্ধ হ‌য়ে যায়। এ‌তে ‘লকডাউন’ প্রত্যাহা‌রের পর প্রথম দি‌নেই যাত্রীরা ব্যাপক ভোগা‌ন্তি‌তে প‌ড়েন। এ‌দি‌কে বি‌ক্ষো‌ভের সময় ব‌রিশাল পটুয়াখালী সড়‌কে বাস আড়াআ‌ড়ি ফে‌লে রাখ‌লে গোটা রুপাতলী ও সাগরদী এলাকার ক‌য়েক কি‌লো‌মিটার সড়ককে জানজ‌টের সৃ‌ষ্টি হয়।

ব‌রিশাল জেলা বাস, মি‌নিবাস, কোচ ও মাই‌ক্রোবাস শ্র‌মিক ইউ‌নিয়‌নের একাং‌শের সভাপ‌তি সুলতান মাহমুদ ব‌লেন, সকা‌লে জানতে পারি আমার ক‌মি‌টির সাংগঠ‌নিক সম্পাদক সোহাগ বাস চালা‌তে গেলে তা‌কে বাধা দেয়। এর কারণ জান‌তে চাই‌লে তর্ক বে‌ধে যায়। একপর্যা‌য়ে হাতাহা‌তি হয়। এ‌তে লাইন সে‌ক্রেটা‌রি হান্নান মৃধার কপা‌লে আঘাত পায়। এ ঘটনায় আমা‌কে বিনা কার‌ণে দোষা‌রোপ করা হ‌চ্ছে। মুলত তারা এক‌টি অবৈধ ক‌মি‌টির হ‌য়ে আমা‌দের স্ট্যান্ড দখল নি‌তে চায়। তারা যে ক‌মি‌টি ক‌রে‌ছে তার নেতা প‌রিমল চন্দ্র দাস ও শাহা‌রিয়ার বাবু তারা কেউ শ্রমিক নন। গঠনতন্ত্র অনুসা‌রে শ্র‌মিক ছাড়া শ্রমিক ইউ‌নয়নের ক‌মি‌টি গঠন অ‌বৈধ।

এ‌দি‌কে ব‌রিশাল জেলা বাস, মি‌নিবাস, কোচ ও মাই‌ক্রোবাস শ্র‌মিক ইউ‌নিয়‌নের অপরাংশের সভাপ‌তি প‌রিমল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক আহম্মদ শা‌হরিয়ার বাবু ব‌লেন, রুপাতলী শ্রমিক ইউ‌নিয়‌নে ২৩ বছর ধ‌রে চাঁদা‌বা‌জি দখলদা‌রিত্ব ক‌রে আস‌ছি‌লো সুলতান মাহমুদ। এ অবস্থার অবসান ঘটা‌তে এবং শ্র‌মিক‌দের ন্যায্য অ‌ধিকার ফি‌রি‌য়ে দি‌তে মেয়র ম‌হোদয় নতুন ক‌মি‌টি গঠন ক‌রে দি‌য়ে‌ছে। সেই ক‌মি‌টি উৎক্ষাত কর‌তে সকা‌লে অত‌র্কিতভা‌বে বাসস্ট্যা‌ন্ডে এ‌সে হামলা চালায় সুলতান মাহমু‌দের লোকজন। এ‌তে আমা‌দের লাইন সম্পাদক হান্নান মৃধা, মা‌লিক স‌মি‌তির সি‌নিয়র সহ-সভাপ‌তি না‌ছির মৃধাসহ কমপক্ষে ৪ জন শ্র‌মিক আহত হয়।

প্র‌তিবা‌দে শ্র‌মিকরা বি‌ক্ষোভ কর্মসূ‌চি পালন ক‌রে‌ছে, বাস চলাচল বন্ধ রে‌খে‌ছে। তা‌দের একটাই দা‌বি সন্ত্রাসী সুলতান মাহমুদ‌কে গ্রেফতার ক‌রে আই‌নের আওতায় আন‌তে হ‌বে।

রুপাতলী বাস মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক কাওসার হো‌সেন শিপন ব‌লেন, দীর্ঘ‌দিন বাসস্ট্যান্ড দখল ক‌রে রাখার পর এখন সুলতান মাহমুদ ক‌মি‌টি থে‌কে বাদ পরায় নবগ‌ঠিত ক‌মি‌টির শ্রমিকদের ওপর হামলা চালা‌চ্ছেন। ‌সুলতান মাহমুদ‌কে গ্রেফতার না করা পর্যন্ত শ্র‌মিকরা আ‌ন্দোলন চা‌লি‌য়ে যাবে।

এ‌ বিষ‌য়ে কো‌তোয়া‌লি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) নুরুল ইসলাম ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে ফোর্সসহ আ‌মি আ‌ছি। পরিস্থিতি শান্ত র‌য়ে‌ছে, ত‌বে বাস চলাচল শুরু হয়‌নি। হামলাকারী‌দের বিরু‌দ্ধে থানায় মামলা হ‌বে, তা‌দের ২৪ ঘণ্টার ম‌ধ্যে গ্রেফতার করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ১৫ জুলাই, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।