কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প।
আটকরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ময়নাবাদ এলাকার মো. মুজিবুর রহমানের ছেলে ফয়েজ আহম্মেদ (২৩) ও একই উপজেলার দেওরগাছ এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে নাসির (২৫)।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে করিমগঞ্জের চামড়াবন্দর এলাকা থেকে মাদকবিক্রেতা ফয়েজ ও নাসিরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, তিনটি মোবাইলফোন ও নগদ সাড়ে তিন হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান জানান, আটক ওই দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
এসআরএস