পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য (এমপি) মজাহারুল হক প্রধানের নিজস্ব তহবিল থেকে দুস্থ ৩০ জনকে ঈদ উপহার হিসেবে পাঁচ হাজার করে টাকার চেক দেওয়া হয়েছে।
উপজেলার সাত ইউনিয়নের দুস্থ ৩০ জনকে বাছাই করে রোববার (১৮ জুলাই) দুপুরে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে এ চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ডাবলু, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী মণ্ডল, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া, এমপি মজাহারুল হক প্রধানের বড় ছেলে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক মানবসম্পদ উন্নয়ন সম্পাদক শাহনেওয়াজ প্রধান শুভসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
এসআই