বরিশাল: বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন-কামরুল হাসান (২০) ও হোসেন ভূইয়া (২৫)।
মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৯ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বাইচখোলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব ইসলাম জানান, নিহতরা পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে মোটরসাইকেল যোগে ঢাকা থেকে গ্রামের বাড়ি পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মঙ্গলবার সকাল ৯ টার দিকে গৌরনদীর বাইচখোলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে পরে যায় তারা। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলেও জানান সার্জেন্ট মাহাবুব ইসলাম।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২১
এমএস/ওএইচ/