ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঈদে বাড়ি ফেরা হলো না দুই ভাইয়ের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জুলাই ২০, ২০২১
ঈদে বাড়ি ফেরা হলো না দুই ভাইয়ের

বরিশাল: বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন-কামরুল হাসান (২০) ও হোসেন ভূইয়া (২৫)।

এর দুজনই পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পিঁপড়াখোলা এলাকার বাসিন্দা এবং ঢাকায় বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৯ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বাইচখোলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব ইসলাম জানান, নিহতরা পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে মোটরসাইকেল যোগে ঢাকা থেকে গ্রামের বাড়ি পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মঙ্গলবার সকাল ৯ টার দিকে গৌরনদীর বাইচখোলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে পরে যায় তারা। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলেও জানান সার্জেন্ট মাহাবুব ইসলাম।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২১
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।