নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, করোনার কারণে সারাবিশ্ব আজ বিপর্যস্ত। আর সেই করোনাকালীন সময়ে বাংলাদেশ এখনও দাঁড়িয়ে আছে।
মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে নিংগইন বাসস্ট্যান্ডে ৬৫ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ৪৪৫ মিটার সাবমার্সিবুল সড়ক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এরআগে, প্রতিমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহায় ঈদের জামায়াত আদায়ের লক্ষ্যে সিংড়া উপজেলা ও পৌর এলাকায় দুই লাখ মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে দেড় কোটি পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশের উদ্যোক্তা সজিব ওয়াজেদ জয়। তিনি ২০১৬ সালে ই-ফাইল সেবা চালু করেছেন। সেসময়ে ১৬ মাসেই ৪০ লাখ ফাইল তৈরি করা হয়েছে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, ডিজিটাল হাটে এবার ৩ লাখ ১৮ হাজার কোরবানির পশু বিক্রয় করা সম্ভব হয়েছে। আইসিটি বিভাগ এবার সেরা মন্ত্রণালয়ের পুরস্কার পেয়েছে। সরকার উপজেলা পর্যায়ে মডেল মসজিদ নির্মাণ করছে। সিংড়া উপজেলায় ২৮৫টি ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সভায় বক্তব্য দেন, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল মতিন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আব্দুর রউফ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুলাই ২০, ২০২১
এনটি