ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুলাই ২১, ২০২১
মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু শারহিয়ার হোসেন বাপ্পী

ফেনী: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শারহিয়ার হোসেন বাপ্পী (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জুলাই) দুপুরে উপজেলার ওসমানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রোকনদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বাপ্পী ওসমানপুর ইউনিয়নের মুন্সি মিঝি বাড়ির মো. মুসা মিয়ার ছেলে। তিনি নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের চাচতো ভাই মিনহাজুল আবেদীন রিংকু বলেন, সকালে ঈদের নামাজ শেষে কোরবানির গরুর কাজ করছিলেন। এ সময় বাপ্পী বলে, আমার কাছে গরম লাগতেছে একটু ফ্যানের বাতাস খেয়ে আসি। তখন সে টেবিল ফ্যানটি ধরে তার দিকে মুখ করে দিতে গেলে হঠাৎ চিৎকার দিয়ে মাটিয়ে পড়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাদ আছর রোকনদিপুর ঈদগাহ মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ওসমানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুলাই ২১, ২০২১ 
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।