মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে ঢাকাগামী একটি প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।
বুধবার (২১ জুলাই) দিবাগত রাত বা বৃহস্পতিবার ভোরের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ কামাল হোসাইন বলেন, ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। তবে ঘটনাটি কখন ঘটেছে তা জানা যায়নি। স্থানীয়দের মাধ্যমে সকাল ৮টার দিকে খবর পাই। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনজনের মরদেহের বিষয়টি তারা নিশ্চিত করেছে। মৃতদের তিনজনের মধ্যে দুইজনকে শনাক্ত করা গেছে।
গজারিয়া ফায়ার সার্ভিস ইনচার্জ রিফাত মল্লিক বলেন, আমরা সকালবেলা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সকাল ৯টার দিকে তিনটি মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ২২, ২০২১
আরএ