কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় ডোবার পানিতে পড়ে লামিয়া আক্তার সিনহা (৩) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) দুপুরে কচাকাটা ইউনিয়নের তরিরহাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের আগে সিনহা পরিবারের সদস্যদের অজান্তে হেঁটে হেঁটে বাড়ির পাশে চলে যায়। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে কিছুক্ষণ পর বাড়ির পাশের একটি ডোবার পানিতে ভাসমান মরদেহ দেখতে পান। পরে ডোবার পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব উল আলম শিশু মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
এফইএস/এমজেএফ