রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি পাঙাশ মাছ।
সোমবার (২৬ জুলাই) ভোরে অন্তরমোড় এলাকার জেলে শাহিন শেখের জালে মাছটি ধরা পড়ে।
পরে মাছটি শাহিন বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে যান। সেখানে ১২শ টাকা কেজি হিসাবে ১৮ হাজার টাকায় শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ মাছটি কেনেন। পরে আড়তদার সাভারের এক পোশাক কারখানার ব্যবসায়ীর কাছে ১৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বাংলানিউজকে বলেন, পদ্মার সুস্বাদু এ ধরনের মাছ খুবই লোভনীয়। সাধারণ মানুষ কিনতে না পারলেও ধনীরা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলেরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
এসআরএস