ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বৃদ্ধকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেন এসপি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
বৃদ্ধকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেন এসপি ছবি: বাংলানিউজ

পাবনা (ঈশ্বরদী): পাবনার ভাঙ্গুড়া উপজেলার (ঈশ্বরদী-ঢাকা) রেলওয়ে রুটের বড়ালব্রিজ স্টেশন এলাকা থেকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলেন জেলা পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান।

সোমবার (২৬ জুলাই) দুপুরের দিকে তাকে উদ্ধার করা হয়।

এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এসপি মহিবুল ইসলাম খান বাংলানিউজকে জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে  দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে ওই স্টেশন এলাকায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকা অজ্ঞাতনামা বৃদ্ধকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য অটোভ্যানে করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে বৃদ্ধের করোনা টেস্ট করানো হয়েছে। ফলাফল নেগেটিভ পাওয়া গেছে।  

তিনি আরও জানান, খোঁজ নিয়ে জানা যায়, তিনি বিভিন্ন স্থানে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন বলে জানা গেছে। তবে তার সঠিক ঠিকানা কেউ বলতে পারেন না। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad