মাদারীপুর: জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী যে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে বিনামূল্যে করোনার টিকা দানের ব্যবস্থা করেছেন, তা পৃথিবীতে একটি বিরল ঘটনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের জন্য বিনামূল্যে করোনার টিকার ব্যবস্থা করেছেন।
মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উপজেলার চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে হতদরিদ্র হাজার খানেক পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর এ উদ্যোগের কারণে করোনা পরিস্থিতিতে পৃথিবীর অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। তিনি আমাদের ব্যবসায়ীদের সহায়তা করেছেন, মানুষকে আর্থিক সাহায্য করছেন, খাদ্য সহায়তা দিচ্ছেন, সুরক্ষা ব্যবস্থা দিচ্ছেন, টিকা দান কর্মসূচি হাতে নিয়েছেন। ’
চিফ হুইপ বলেন, ‘আপনাদের যে করোনার টেস্ট বিনা পয়সায় প্রধানমন্ত্রী করার ব্যবস্থা করে দিয়েছেন, সেই টেস্ট করাতে বিভিন্ন দেশে বাংলাদেশি টাকায় তিন/চার হাজার টাকা লাগে। আমাদের প্রধানমন্ত্রী করোনার টিকাও জনগণের জন্য বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছেন। ’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্যা, ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
এসআই