ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের টিকা দেওয়া হবে: পররাষ্ট্র সচিব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
রোহিঙ্গাদের টিকা দেওয়া হবে: পররাষ্ট্র সচিব

ঢাকা: পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, রোহিঙ্গাদের টিকা দেওয়া হবে। যেসব রোহিঙ্গাদের বয়স ৫৫ বছরের বেশি তাদের দিয়ে টিকাদান শুরু করা হবে।

মঙ্গলবার (২৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানান, কোনো জনগোষ্ঠীকে বাদ রেখে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই রোহিঙ্গাদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত যাদের বয়স ৫৫ বছর বা তার বেশী তাদের টিকা দেওয়া হবে। পরবর্তীতে বয়স কমিয়ে দেওয়া হবে।

তিনি জানান, রোহিঙ্গাদের টিকা দেওয়ার জন্য জাতিসংঘসহ বিভিন্ন দাতা গোষ্ঠীর সহায়তা চাওয়া হয়েছিল। তবে এখনও সাড়া না পাওয়ায় আমাদের নিজস্ব মজুদ থেকে টিকা দেওয়া হবে। স্থানীয়দের যে টিকা দেওয়া হবে, তাদেরও সেই টিকা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।