ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তিন ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে ডিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
তিন ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে ডিবি

ঢাকা: ভাড়াটে খুনি (কন্ট্রাক্ট কিলিং) গ্রুপের তিন সদস্যকে অস্ত্র, মাদকসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ। প্রাথমিকভাবে গ্রেফতার আসামিদের নাম পরিচয় জানায়নি পুলিশ।

বুধবার (২৮ জুলাই) দিনগত রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার রাত পৌনে ১২টার দিকে ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ইফতেখায়রুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ বিষয়ে বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

এদিকে গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, গ্রেফতার তিনজনই ভাড়াটে খুনি। অর্থের বিনিময়ে তারা এপর্যন্ত একাধিক মানুষ খুন করেছেন। তাদের গ্রুপের আরও সদস্য রয়েছে। বাকিদের বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহে গোয়েন্দা পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।