ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেলে তেল ভরতে গিয়ে গুনতে হলো জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
মোটরসাইকেলে তেল ভরতে গিয়ে গুনতে হলো জরিমানা ছবি: জি এম মুজিবুর

ঢাকা: দেশে চলছে করোনা সংক্রমণ রোধে দুই সপ্তাহের কঠোর বিধি-নিষেধ বা ‘লকডাউন’। এদিকে ঢিলেঢালাভাবে চলছে সপ্তম দিনের ‘লকডাউন’।

এদিন বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা মোটরসাইকেলের তেল ভরতে গিয়ে গুনতে হয়েছে জরিমানা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মিরপুর ১২, ১১, ১০ নম্বর এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

সকাল থেকেই রাজধানীর মিরপুর এলাকার মোড়ে মোড়ে বসেছে আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট। এসব চেকপোষ্টে পরিবহন দেখলেই গতিরোধ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানতে চাচ্ছেন কেন বের হয়েছেন, কোথায় যাবেন। সুনির্দিষ্ট কারণ ও প্রমাণ দিতে পারলেই পরিবহনগুলো ছাড়া হচ্ছে চেকপোস্ট থেকে।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সামিউর রহমান। মোটরসাইকেলে তেল ভরতে ও দু’জন যাতায়াত করায় গুনতে হয়েছে জরিমানা।

সামিউর বাংলানিউজকে বলেন, অফিসের কাজে মোটরসাইকেলে মিরপুর ১৪ নম্বর থেকে তেল ভরে ফিরছিলাম। এ সময় ১০ নম্বর গোলচক্কর চেকপোস্ট পার হওয়ার সময় পুলিশ গতিরোধ করে। ‘লকডাউনে’ ঘর থেকে বের হওয়া ও মোটরসাইকেলে দু’জন যাতায়াত করার কারণে গুনতে হয়েছে জরিমানা। ১০ নম্বর গোলচক্কর দায়িত্বরত ট্রাফিক পুলিশ এক হাজার টাকার মামলা দিয়েছে।

এদিকে মোটরসাইকেলে দু’জন আরোহী থাকায় মনোয়ার হোসেন নামে আরেক ব্যক্তিকেও গুনতে হয়েছে জরিমানা। তিনি বলেন, মিরপুর থেকে যাচ্ছিলাম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মোটরসাইকেলে বড় ভাই সঙ্গে থাকায় আমাকেও গুনতে হয়েছে জরিমানা। এক হাজার টাকার মামলা দিয়েছে মিরপুর ১০ নম্বর গোলচক্কর দায়িত্বরত ট্রাফিক পুলিশ।

মিরপুর ১০ নম্বর গোলচক্কর চেকপোষ্টে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মিন্টু চন্দ্র দে বাংলানিউজকে বলেন, ‘লকডাউনের’ মধ্যে বিনা কারণে ঘর থেকে বের হওয়ায় ও মোটরসাইকেলের দু’জন আরোহী থাকায় এ জরিমানা করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত এ চেকপোস্টে মামলা হয়েছে তিনটি। জরিমানা তিন হাজার টাকা করা হয়েছে।

করোনা সংক্রমণ রোধে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর বিধি-নিষেধ আরোপ করে সরকার। পরে তা ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। ঈদের কারণে আট দিন বিধি-নিষেধ শিথিল করার পর ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধি-নিষেধ আরোপ করা সরকার। আগামী ৫ আগস্ট পর্যন্ত দেশ কঠোর বিধি-নিষেধের আওতায় থাকবে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।