ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আড়াইহাজারে কবরস্থানে বোমা সদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
আড়াইহাজারে কবরস্থানে বোমা সদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি কবরস্থানে পলিথিন মোড়ানো ছয়টি বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। তবে বোমা কিনা অন্য কিছু তা খতিয়ে দেখতে বোমা নিষ্ক্রিয় ইউনিটের প্রতিনিধি টিমকে খবরদিয়ে ওই স্থান ঘিরে রেখেছে পুলিশ।

শুক্রবার (৩০ জুলাই) সকালে উপজেলার ব্রাক্ষন্দী  ইউনিয়নের উজান গোপিন্দী বড় বিনাইরচর কবরস্থানে বোমা সদৃশ বস্তুগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

উজান গোপিন্দী বড় কবরস্থানের খাদেম চান শরীফ জানান, সকালে কবরস্থান পরিষ্কার করতে গিয়ে কবরের ভেতরে একটি রেইনকোর্টে দিয়ে পলিথিন মোড়ানো বোমা সদৃশ বস্তু দেখতে পাই। পরে পলিথিন খুলে দেখি বোমা সদৃশ বস্তুর মতো কিছু পড়ে আছে। বিষয়টি কবরস্থানের কমিটির সদস্যদের মাধ্যমে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই স্থানটিকে ঘিরে রাখে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বাংলানিউজকে জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি কবরস্থানে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। এমন সংবাদে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ ওই স্থানটিকে ঘিরে রাখে। বোমা কিনা যাচাই করতে বোমা নিষ্ক্রিয় ইউনিটের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা এসে খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।