ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

লংগদুতে নিরাপত্তাবাহিনীর অভিযানে ৪ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
লংগদুতে নিরাপত্তাবাহিনীর অভিযানে ৪ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার উদ্ধার করা অস্ত্র-গুলি।

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলায় অভিযান চালিয়ে চার সন্ত্রাসীকে আটক এবং অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।  

শনিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার লংগদু ইউনিয়নের ছোট কাট্টলী নামক এলাকায় রাঙামাটি সদর সেনা জোন কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সুরেন চাকমা (৩৬), অসিং চাকমা (৪৫), অনিল চাকমা (১৯) ও সাইমন চাকমা (৪০)। এসময় তাদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৭৭ রাউন্ড অ্যামুনিশন, একটি ম্যাগজিন, একটি ওয়াকিটকি সেট, একটি সোলার চার্জার, চাঁদা সংগ্রহের রশিদ বই, চারটি মোবাইল সেট, হাতঘড়ি, ভুয়া আইডি কার্ড, রাষ্ট্রবিরোধী স্লোগান সম্বলিত ব্যানার, নগদ ৬৩ হাজার ৫৯২ টাকা উদ্ধার করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্টরা জানান, শনিবার ভোরে লংগদু ইউনিয়নের ছোট কাট্টলী নামক এলাকার গভীর জঙ্গলে সন্ত্রাসীরা অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টাকালে চারজনকে আটক এবং তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা আরও জানান, আটকরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সক্রিয় অস্ত্রধারী সন্ত্রাসী। তারা দীর্ঘদিন ওই এলাকায় চাঁদাবাজি করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বরকল থানায় হস্তান্তর করা হবে বলে সূত্রটি যোগ করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বরকল এবং লংগদু উপজেলা সীমানা জটিলতার কারণে মূলত প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে। আমরা সেনাবাহিনীর সঙ্গে এ বিষয়ে কথা বলছি।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।