ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
লালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত ফাইল ছবি

নাটোর: নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় মুন্নি বেগম (৩০) নামে মোটরসাইকেলের আরোহী এক নারী নিহত হয়েছেন।  

শনিবার (৩১ জুলাই) বিকেলের দিকে উপজেলার সালামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্নি ওই উপজেলার মোহরকয়া গ্রামের আল-মামুনের স্ত্রী।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলের দিকে মুন্নি বেগম তার স্বামী মামুনের সঙ্গে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে প্রজাপতি আব্দুলপুর যাচ্ছিলেন। পথে সালামপুর সেন্টার মোড় এলাকায় এলে লালপুরগামী একটি ট্রাককে অতিক্রম করার সময় পেছনের চাকার সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে পেছন থেকে ছিটকে সড়কের ওপর পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহন হন মুন্নি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নারী নিহতের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।