ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৪৮ দিন ধরে নিখোঁজ উত্তরা হাইস্কুলের ছাত্র সিয়াম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
৪৮ দিন ধরে নিখোঁজ উত্তরা হাইস্কুলের ছাত্র সিয়াম নিখোঁজ স্কুলছাত্র সিয়াম

ঢাকা: ৪৮ দিন ধরে নিখোঁজ উত্তরা সাত নম্বর সেক্টরের উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সিয়াম। গত ১৬ জুন দুপুর ১২টার দিকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে গিয়ে স্কুলের পাশের একটি কোচিং সেন্টারে যায় সে।

এরপর আর বাসায় ফিরে আসেনি। উত্তরা পশ্চিম থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।

মা-বাবার সঙ্গে রাজাধানীর উত্তরখান ফায়দাবাদ রেলগেটের কাছে বসবাস করতো সিয়াম। তার বাবা কেনু মিয়া উত্তরা থানা মাধ্যমিক শিক্ষা অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী।

সন্তান নিখোঁজ হওয়া প্রসঙ্গে কেনু মিয়া বলেন, আমার ছেলে আজ ৪৮ দিন ধরে নিখোঁজ। উত্তরা হাইস্কুলের পাশে রূপান্তর কোচিং সেন্টারে অ্যাসাইনমেন্ট করতে গিয়ে আর ফিরে আসেনি। আমরা এখন ছেলের জন্য পথে পথে ঘুরছি। কোথায় গেলে ছেলের সন্ধান পাবো জানি না। আমি মন্ত্রী স্যারকে (পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান) বলেছি। স্যার র‌্যাবকে বলেছেন, তারপরও ছেলেকে পাচ্ছি না।

কেউ সিয়ামের সন্ধান পেলে ০১৭৩৫৪৯৯৬৭২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান তার বাবা।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস বলেন, আমরা সিয়ামের ছবি ও জিডির কপি প্রত্যেক থানায় পাঠিয়েছি। কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের জানাবো। আমাদের চেষ্টা অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।