ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেশে দুই মাসের মধ্যে টিকা উৎপাদন সম্ভব: পররাষ্ট্র মন্ত্রী 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ২, ২০২১
দেশে দুই মাসের মধ্যে টিকা উৎপাদন সম্ভব: পররাষ্ট্র মন্ত্রী  ড. এ কে আব্দুল মোমেন

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, চীনের সিনোফার্ম টিকা উৎপাদনে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর হবে। চীন এমওইউ স্বাক্ষরের জন্য প্রস্তাব দিয়েছে।

সোমবার( ২ আগস্ট ) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, চীন টিকার যৌথ উৎপাদনে এমওইউ সইয়ে প্রস্তাব দিয়েছে। আমরা সেই প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশের ইনসেপ্টা কোম্পানি ও সিনোফার্ম এই টিকার যৌথ উৎপাদন করবে। এমওইউ যত দ্রুত হবে, ততই ভালো।

তিনি জানান চীন অনেক দেশের সঙ্গেই টিকার যৌথ উৎপাদনে যাচ্ছে। আমাদের সঙ্গে চুক্তি হওয়ার দুই মাসের মধ্যে উৎপাদন সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০২১
টি আর/এসআইএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।