ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দশ ট্রাক অস্ত্র মামলার আসামি ফাঁসির সেলে করোনা আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ২, ২০২১
দশ ট্রাক অস্ত্র মামলার আসামি ফাঁসির সেলে করোনা আক্রান্ত

দশ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির অন্যতম আসামি ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সেখানে একাই থাকতেন।

 

সোমবার তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি বর্তমানে ৫ নং ওয়ার্ডের করোনা ইউনিটে চিকিৎসাধীন।

কারা সূত্র জানায়, আব্দুর রহিম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ফাঁসির সেলে একাই থাকতেন। করোনা ভাইরাসের কোনো প্রকার উপসর্গ ছিলো না। একা থাকার পরও তিনি করোনা আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় অন্য বন্দী ও স্টাফদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে।  

কারা অভ্যন্তরে করোনার বিস্তার কঠোরভাবে রোধ করতে আরও সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কারা কতৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ০২, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।