ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জ কারাগারে আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২১
কিশোরগঞ্জ কারাগারে আসামির মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা কারাগারে শামসুল মুসলিমীন মতি (৫৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

সোমবার (২ আগস্ট) ভোরের দিকে তার মৃত্যু হয়।

শামসুল একই জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামের বাসিন্দা।  

পাকুন্দিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি হিসেবে ২০১৯ সালের ২৪ আগস্ট থেকে তিনি কারাগারে ছিলেন।  

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশীদ বাংলানিউজকে জানান, আসামি শামসুল বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তাকে গত ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর তিনি কারা হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সোমবার ভোরে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহের ময়নাতদন্ত করা পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।