ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রপ্তানি আদেশ বাতিল হোক সরকার তা চায় না: কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২১
রপ্তানি আদেশ বাতিল হোক সরকার তা চায় না: কাদের

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে ভিয়েতনাম এগিয়ে গেছে। এ প্রেক্ষাপটে রপ্তানি আদেশগুলো কোনোভাবে বাতিল হোক সরকার সেটা চায় না।

 

তিনি বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে সচেষ্ট সরকার গার্মেন্টস খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  

সোমবার (২ আগস্ট) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল তার বাসভবনে ব্রিফিংকালে এ আহ্বান জানান।

গার্মেন্টস খুলে দেওয়ার বিষয়ে বিএনপি মহাসচিবের নেতিবাচক মন্তব্য সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব একদিকে শ্রমিকদের স্বার্থ নিয়ে কথা বলেন, অপরদিকে গার্মেন্টস খুলে দিলেও আবার বিরোধিতা করেন।  

তিনি আরও বলেন, জীবন ও জীবিকার সঙ্গে সমন্বয় করে অর্থনীতির চাকা সচল রাখতে সরকার সচেষ্ট। দেশের ভবিষ্যত এবং কল্যাণ চিন্তা করেই সরকার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০২১
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।