ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, আগস্ট ২, ২০২১
ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামী আটক স্ত্রী হত্যার অভিযোগে আটক বাবলু

খুলনা: খুলনার পাইকগাছায় ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রী শিউলীকে হত্যার অভিযোগে স্বামী বাবলু রহমানকে (৪০) আটক করেছে পুলিশ।

সোমবার (০২ আগস্ট) দুপুরে পাইকগাছা উপজেলার বাতিখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পাইকগাছা পৌরসভার বাতিখালী গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মুজিবুর রহমানের ভাড়াটিয়া শিউলী ভাত রান্না করতে দেরি করেন। এতে তার স্বামী বাবলু ক্ষিপ্ত হয়ে কাঠ দিয়ে শিউলীকে পিটিয়ে হত্যা করেন। পরে ঘটনাটি ধামাচাপা দিতে রশি দিয়ে ঘরের আড়ায় মরদেহ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন বাবুল।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী বাংলানিউজকে বলেন, আটক বাবলু রহমান স্বীকার করেছেন ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন। এখন তদন্তে বের হবে কিভাবে কি করেছেন।  

ওসি জানান, সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে কাঠের ভাঙা লাঠি জব্দ করা হয়। নিহতের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০২১
এমআরএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।