ঢাকা: জাপান থেকে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার পথে রওনা দিয়েছে।
সোমবার (২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে টোকিওর বাংলাদেশ দূতাবাস।
সূত্র জানায়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকার পথে রওনা দিয়েছে। জাপানের স্থানীয় সময় রাত সোয়া ৯টায় ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়েছে।
আগামীকাল মঙ্গলবার (৩ আগস্ট) বেলা সাড়ে তিন ঘণ্টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের এ অ্যাস্ট্রেজেনেকার টিকা পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে জাপান থেকে গত ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান আসে। আর গত ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে।
বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, আগস্ট ০২, ২০২১
টিআর/ওএইচ/