টাঙ্গাইল: অবসরে যাওয়া টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা হাইওয়ে পুলিশের কনস্টেবল ফারুক আহমেদ ও তার স্ত্রী রিনা বেগম ও মেয়ে রুনা আক্তারকে সুসজ্জিত গাড়ি সাজিয়ে বিদায় জানালো হাইওয়ে থানার পুলিশ।
দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনের পরিসমাপ্তি ঘটিয়ে শেষ কর্মস্থল এলেঙ্গা হাইওয়ে থানা থেকে সোমবার (০২ আগস্ট) বিকেলে তাকে বিদায়ী সংবর্ধনা দেন সহকর্মীরা।
এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ ইয়াসির আরাফাত বাংলানিউজকে জানান, গত ৯ মাস ধরে কালিহাতী উপজেলার এলেঙ্গা হাইওয়ে থানায় কর্মরত ছিলেন ফারুক আহম্মেদ। চাকরির শেষ দিন তার সম্মানে দুপুরে থানার পুলিশ সদস্যদের নিয়ে একসঙ্গে খাবারের আয়োজন করা হয়। এরপর বিকেলে তাকে বিদায়ী শুভেচ্ছা জানানোসহ, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পরে তাদের সবাইকে সুসজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। প্রবীণ এই পুলিশ সদস্যের চাকরিজীবনের শেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে মূলত তাদের (বর্তমানে কর্মরত) পক্ষ থেকে এই বিশেষ আয়োজন।
সংবর্ধনা অনুষ্ঠানে কনস্টেবল ফারুক আহম্মেদ জানান, তিনি কর্মজীবনের দীর্ঘ এই সময়ে অনেক থানায় দায়িত্ব পালন করেছেন। শেষ কর্মস্থলের সহকর্মীরা বিদায়কালে এভাবে সম্মান দিবে কখনো ভাবেননি। তিনি পরিবারসহ এই সম্মান পেয়ে আবেগে আপ্লত।
বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২১
এনটি