ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাপান থেকে এলো আরো ৬ লাখ ১৭ হাজার টিকা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০২১
জাপান থেকে এলো আরো ৬ লাখ ১৭ হাজার টিকা

ঢাকা: জাপান থেকে করোনার ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার ( ৩ আগস্ট ) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এই টিকা এসেছে।

এসব টিকা উপহার হিসেবে দিয়েছে জাপান।

জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকায় আসে।
মঙ্গলবার বেলা তিনটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের এই অ্যাস্ট্রেজেনেকার টিকা পৌঁছে। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রী ডা. জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

এর আগে ৩১ জুলাই জাপান থেকে ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান ও ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে।  

করোনা মোকাবিলায় পাশে থাকতে জাপান বাংলাদেশকে ৩০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে।  
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২১
টি আর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।