গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা লাগায় পিকআপ চালক সজল খন্দকার (৩৫) নামে ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হন ওই পিকআপে থাকা পাঁচ যাত্রী।
বুধবার (০৪ জুলাই) ভোরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল চরপাড়া গ্রামের ধূসর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ চালক সজল খন্দকার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের ফজর আলী খন্দকারের ছেলে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার কাশিয়ানীর ঘোনাপাড়া ফাঁড়ির পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে ঢাকা-খুলনা মহাসড়কের উপর একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপ চালক সজল নিহত হন ও ৫ যাত্রী আহত হন। পরে হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২১
এনটি