ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্লেন চলাচলে দিল্লিকে প্রস্তাব দেবে ঢাকা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
প্লেন চলাচলে দিল্লিকে প্রস্তাব দেবে ঢাকা

ঢাকা: ভারতের সঙ্গে সীমিত আকারে প্লেন চলাচল করতে চায় বাংলাদেশ। এ বিষয়ে ভারতকে প্রস্তাব দেওয়া হবে।

ভারত সম্মতি দিলেই প্লেন চলাচল শুরু হবে।

বুধবার (৪ আগস্ট) সিভিল অ্যাভিয়েশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস সাংবাদিকদের জানিয়েছেন, সিভিল অ্যাভিয়েশনের সভার সিদ্ধান্ত অনুযায়ী আমরা ভারতকে চিঠি দেবো। সপ্তাহে আমরা অন্তত দু'একটি ফ্লাইট চলাচল শুরু করতে চাই। ভারত সম্মতি দিলেই প্লেন চলাচল শুরু হবে।

তিনি জানান, ফ্লাইট চালু হলে স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশে যেসব বিধি-নিষেধ রয়েছে, বিমানবন্দরেও সেসব বিধি-নিষেধ চালু থাকবে।

করোনার কারণে গত বছর দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। তারপর গত বছর অক্টোবর থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে এয়ার বাবল চালু করা হয়। তবে চলতি বছর ফের করোনা বাড়ায় ভারত সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২১
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।