ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিজারিয়ান অপারেশন ছাড়াই কুমিল্লায় একসঙ্গে ৪ শিশুর জন্ম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
সিজারিয়ান অপারেশন ছাড়াই কুমিল্লায় একসঙ্গে ৪ শিশুর জন্ম ...

কুমিল্লা: কুমিল্লায় সিজারিয়ান অপারেশন ছাড়াই স্বাভাবিকভাবে একসঙ্গে চার সন্তানকে প্রসব করলেন কুমিল্লার এক মা।

বুধবার (০৪আগস্ট) কুমিল্লা নগরীর গোমতী হাসপাতালে এ শিশুদের জন্ম হয়।

জন্ম নেওয়া চার সন্তানের মধ্যে দুইজন ছেলে ও দুইজন মেয়ে শিশু। এই চার শিশুর মা হলেন কুমিল্লা সদর দক্ষিণের লালবাগ এলাকার জিল্লুর রহমানের স্ত্রী সাদিয়া আক্তার।

হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. শাহিদা আক্তার রাখি চার সন্তানের প্রসব করান। কোনো রকম সিজার ছাড়াই নরমাল ডেলিভারিতে চার শিশুর জন্মের ঘটনা কুমিল্লায় এর আগে ঘটেছে বলে জানা যায়নি। এটিই হয়তো জেলায় প্রথম ঘটনা বলে জানান এই চিকিৎসক।
 
জানা যায়, প্রথম জনের ওজন প্রায় এক হাজার ১০০ গ্রাম, দ্বিতীয় জনের প্রায় এক হাজার গ্রাম, তৃতীয় জনের ওজন প্রায় ৯০০ গ্রাম, আর চতুর্থ জনের ওজন প্রায় ৮০০ গ্রাম। এই পরিবারের প্রথম সন্তান মেয়ে আতিফা জাহান সারার বয়স প্রায় ৪ বছর।

সন্তানদের মা সাদিয়া সুস্থ আছেন। তিনি জানান, একসঙ্গে চারটি সন্তান পেয়ে তিনি বেশ খুশি।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
এসএইচডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।