ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রামুতে ইয়াবা কারবারীর হামলায় ৩ বিজিবি সদস্য আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
রামুতে ইয়াবা কারবারীর হামলায় ৩ বিজিবি সদস্য আহত ...

কক্সবাজার: কক্সবাজারের রামুর মরিচ্যা চেকপোস্ট সংলগ্ন এলকায় টহল দেওয়ার সময় ইয়াবা কারবারি হামলায় এক নায়েক-সুবেদারসহ তিন বিজিবি সদস্য আহত হয়েছেন।

বুধবার (৪ আগস্ট) সকালে খুনিয়া পালং ইউনিয়নের তেলখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

রামু ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফারুক ইব্রাহীম বাংলানিউজকে বলেন, গেল ২৫ জুলাই খুনিয়াপালং থেকে ইয়াবাসহ কফিল উদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। কফিল তেলখোলা গ্রামের বাসিন্দা। ওই গ্রামের বেশ কিছু ইয়াবা কারবারি বসবাস করে। এরা ইয়াবা, স্বর্ণ চোরাচালান, রোহিঙ্গা পাচারসহ বিভিন্ন অপকর্মে জড়িত।

তিনি জানান, বুধবার সকালে ওই গ্রামটিতে বিজিবি সদস্যরা টহল  দিতে গেলে কফিল উদ্দিনের সহযোগীরা অতর্কিত বিজিবি সদস্যদের উপর হামলা চালায়। এ সময় বিজিবির নায়েক সুবেদার মাহমুদুর হাসান, নায়েক সোহেল রানা, সিপাহী শহিদুল ইসলাম আহত হন। এদের মধ্যে সুবেদার মাহমুদুর হাসান এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন বাংলানিউজকে বলেন, বিজিবির পক্ষ থেকে একটি লিখিত এজাহার দেওয়া হয়েছে। মামলা রেকর্ডের বিষয়টি প্রকৃয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
এসবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।