চাঁদপুর: চাঁদপুর শহরের ইচলী এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় রুই ইসলাম (৬) নামে শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ আগস্ট) দুপুরে ওই এলাকার আব্দুল মালেক মিয়া সড়কে পাকা মসজিদ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইচলী তার নানির সঙ্গে আব্দুল মালেক মিয়া সড়ক পার হচ্ছিলো। এ সময় নানি সড়ক পার হলেও অটোনিকশার ধাক্কায় গুরুতর আহত হয় শিশুটি। স্থানীয়রা ইচলীকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই হাসপাতালের মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আনিছুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বাংলানিউজকে জানান, ঘাতক অটোরিকশা চালকের সঙ্গে নিহত শিশুর পরিবারের মধ্যে সমঝোতা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২১
এসআরএস