কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পদুরগাতী এলাকায় পুকুরের পানিতে ডুবে আছমা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে পুকুরে ওজু করতে যান আছমা খাতুন। এ সময় পুকুরের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যান তিনি। স্থানীয়রা পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হোসেন ফারুক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২১
এসআরএস