ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা বাবার পরে ছেলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০২১
প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা বাবার পরে ছেলের মৃত্যু ...

বরিশাল: বরিশালেল উজিরপুরে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা বাবা দেলোয়ার হোসেন তালুকদারের মৃত্যুর ১০ দিন পরে বড় ছেলে বিপ্লব তালুকদারের (৩৭) মৃত্যু হয়েছে।

শনিবার (০৭ আগস্ট) বেলা ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতর মামা সিরাজুল হক জানান, ২৯ জুলাই সকালে জমিজমার বিরোধের জেরে প্রতিপক্ষরা সন্ত্রাসী হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের ৫ জনকে কুপিয়ে গুরুত্বর জখম করে। ওই দিন শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার (৭৫) নিহত হন।

আহতদের মধ্যে রয়েছেন বিপ্লব তালুকদার ও তার স্ত্রী রোজিনা আক্তার, ভাই সোহাগ তালুকদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে বিপ্লবের স্ত্রী রোজিনা ও ভাই সোহাগ তালুকদার এখনও চিকিৎসাধীন রয়েছেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদান্তাধীন রয়েছে। ইতোমধ্যে এজাহার নামীয় ৪ জন আসামীকে গ্রেফতার করে জেলা হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।