ঢাকা: ইতালির রোমে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠান সূচির মধ্যে ছিল শহীদ ক্যাপ্টেন শেখ কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন, তার জীবনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত।
শনিবার (৭ আগস্ট) রোমের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।
আলোচনা পর্বে রাষ্ট্রদূত মো. শামীম আহসান শেখ কামালের জীবনীর ওপর আলোকপাত করতে গিয়ে বলেন, শেখ কামাল শুধুমাত্র একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী।
রাষ্ট্রদূত তাকে বাংলাদেশের ক্রীড়া জগতের আধুনিক ধারার স্থপতি, দক্ষ সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বলেন, আগামী দিনগুলোতে এক্ষেত্রে শেখ কামালের অসাধারণ অবদান অফুরন্ত প্রেরণার উৎস হিসেবে যুব সমাজকে উৎসাহ যোগাবে।
ইতালি, বাংলাদেশ, যুক্তরাজ্যসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা আলোচনায় অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের তারুণ্যদীপ্ত ও কর্মময় জীবনের বিভিন্ন অধ্যায় উল্লেখ করে তার বহুমুখী প্রতিভা ও দেশের প্রতি তার অবদান তুলে ধরেন। তারা শহীদ শেখ কামালের আদর্শ ধারণ করে আগামী দিনের উন্নত ডিজিটাল বাংলাদেশ গড়তে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ ভাগে শহীদ শেখ কামালসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা সশরীরে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন দূতাবাসের প্রথম সচিব এ এস এম সায়েম। ইতালিতে বিদ্যমান করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানটি অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২১
টিআর/আরবি