ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় ৬ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিল বসুন্ধরা গ্রুপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
কোটালীপাড়ায় ৬ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিল বসুন্ধরা গ্রুপ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের আয়োজনে বসুন্ধরা গ্রুপের পক্ষে ৬ হাজার কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী এবং এক হাজার ছাত্র-ছাত্রীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (০৮ জুলাই) বেলা ১১টায় কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসব খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ আয়নাল হোসেন, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র কামাল হোসেন শেখ, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক (ক্রীড়া) শেখ সালেহ জামান সেলিম বক্তব্য দেন।  

এ সময় শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক মোহাম্মদ গোলাম, মাকসুদুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।