ঢাকা: ৬০ শতাংশ বর্ধিত নয়, আগের ভাড়ায় বাস চালানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
রোববার (৮ আগস্ট) বাংলানিউজকে তিনি এ কথা বলেন।
খন্দকার এনায়েত উল্যাহ বলেন, যাত্রী নিয়ে প্রজ্ঞাপনে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সে অনুযায়ী আমরা ভাড়া নেব। যদি শতভাগ যাত্রী নেওয়া যায় তাহলে ভাড়া আগেরটাই থাকবে৷ আর অর্ধেক সিট খালি রেখে পরিবহন চালাতে হয় তাহলে ভাড়া বাড়তি নেওয়া হবে।
রোববার সরকারি এক প্রজ্ঞাপন বুধবার (১১ আগস্ট) থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক, রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন/যানবাহন চলাচল করতে পারবে। সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইন-শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।
সংশ্লিষ্ট নিউজ: গণপরিবহনে শতভাগ যাত্রী, চলবে অর্ধেক বাস
বাংলাদেশ সময় ২২৫০ ঘণ্টা, অাগস্ট ০৮, ২০২১
ডিএন/এমজেএফ