কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ২০০ অসহায় মানুষের মধ্যে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।
মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১১টায় ভৈরব শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা উপহারের এসব খাদ্যসামগ্রী তাদের হাতে তুলে দেন।
প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ৩ প্যাকেট মসলা ও ৪টি মাস্ক দেওয়া হয়।
বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ও বসুন্ধরা মাল্টি ফুড লিমিটেড উপহারের এসব খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন-ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ এর ম্যানেজার মুকিতুল ইসলাম মুকিত, বসুন্ধরা সিমেন্টের সেক্টর সিনিয়র ম্যানেজার মনিরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর মোমেন মিয়া, দৈনিক কালের কণ্ঠের ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ প্রমুখসহ অন্যরা।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
আরএ