ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

চাক্তাই-খাতুনগঞ্জের ৩০০ শ্রমিক পেল বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের উপহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
চাক্তাই-খাতুনগঞ্জের ৩০০ শ্রমিক পেল বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের উপহার ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: নগরের চাক্তাই-খাতুনগঞ্জে ভোগ্যপণ্য লোড-আনলোডে নিয়োজিত শ্রমজীবী মানুষের (লেবার) মধ্যে উপহার বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেল ৩টায় চাক্তাই মকবুল সওদাগর সড়কে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব উপহার বিতরণ করা হয়।

 

বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ( বাল্ক) চট্টগ্রাম ডিভিশনের এরিয়া সেলস ম্যানেজার মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, ৩০০ শ্রমজীবীকে ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন ও ২০০ গ্রাম ধনিয়ার গুঁড়া দেওয়া হয়েছে। বুধবার (১১ আগস্ট) বিকেল ৩টায় পাহাড়তলী রেল স্টেশন বাজারে ১০০ শ্রমিককে উপহার বিতরণ করা হবে।

এ সময় এম আলম গ্রুপের চেয়ারম্যান মাহবুবুল আলম, পরিচালক মো. ফরহাদ, ফৌজুল মুবিন, ব্যবস্থাপক হুমায়ুন শিহাব, আবু বক্কর সোহেল, সজীব, শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

মাহবুবুল আলম বলেন, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের কর্মকর্তার উপস্থিতিতে সরাসরি শ্রমিকদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপের মতো দেশের সব করপোরেট হাউস, শিল্পগ্রুপের উচিত করোনাকালে মেহনতি মানুষের পাশে দাঁড়ানো।  

কোরআন তেলাওয়াত করেন এম আলম গ্রুপের ক্যাশ অফিসার এম মুহিব বিন আমিন।

উপহার নিয়ে মোহাম্মদ জামাল (৪০) বাংলানিউজকে বলেন, করোনার কারণে কাজ কমে যাওয়ায় আয় রোজগারও কমে গেছে। এ দুর্দিনে বসুন্ধরা গ্রুপের উপহার পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই।

ভোলার মোহাম্মদ আবুল কাসেম (৪৫) বলেন, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের উপহার পেয়ে আমি খুব খুশি।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।