মাগুরা: মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমরান মোল্যা (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ অগাস্ট) দিনগত রাত পৌনে ১টার দিকে মোবাইলের চার্জার লাগাতে গিয়ে নিজের বাড়িতে এ ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গভীর রাতে ইমরান মোবাইলের চার্জার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক এহসানুল হক মাসুম তাকে মৃত ঘোষণা করেন।
ইমরান গোয়ালবাথান গ্রামের মো. জহুর মোল্লার ছেলে। তিনি স্থানীয় শত্রুজিৎপুর কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে অনার্সে ভর্তির জন্য অপেক্ষা করছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
আরএ