ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ১৫০ শ্রমিক পেল বসুন্ধরার খাদ্যসহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
চাঁদপুরে ১৫০ শ্রমিক পেল বসুন্ধরার খাদ্যসহায়তা খাদ্যসামগ্রী বিতরণ

চাঁদপুর: চাঁদপুরে করোনায় কর্মহীন হয়ে পড়া ১৫০ জন শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেল ৪টায় স্বাস্থ্যবিধি মেনে শহরের বাণিজ্যিক এলাকা পুরানবাজার ডালপট্টি মন্দিরের সামনে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

বসুন্ধরা গ্রুপের ফুড এণ্ড বেভারেজ এবং বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্ট লিমিটেডের আয়োজনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।  

শ্রমিকদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর ভাইস প্রেসিডেন্ট তমাল কুমার ঘোষ ও পরিচালক মো. সালাহ উদ্দিন বাবর।

বসুন্ধরা ফুড এণ্ড বেভারেজের রিজিওনাল ম্যানেজার (ব্লক সেল্স) মো. এস কে মনিরুজ্জামান, পরিবেশক সুবল চন্দ্র পোদ্দার, নেপাল চন্দ্র সাহা, রনি পোদ্দার, দৈনিক কালের কণ্ঠ চাঁদপুর শুভসংঘের সভাপতি লায়ন মাহমুদুল হাসান খান, সাধারণ সম্পাদক ভিভিয়ান ঘোষ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জন্টু দাস, দৈনিক চাঁদপুর কণ্ঠের সিনিয়র সাংবাদিক মো. মিজানুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।