ঢাকা: অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযানে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি সংক্রান্ত আদেশের কার্যকারিতা বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গত ১ এপ্রিল ধারণক্ষমতার ৫০ শতাংশ যাত্রী নিয়ে নৌযান চলাচলের জন্য ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির ওই আদেশ দিয়েছিল বিআইডব্লিউটিএ।
মঙ্গলবার (১০ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানান।
তিনি জানান, অভ্যন্তরীণ নৌযানের যাত্রী ভাড়া সংক্রান্ত বিআইডব্লিউটিএ’র ২৩ এপ্রিল ২০১৩ সালে জারিকৃত আদেশ আগামী ১১ আগস্ট ২০২১ থেকে পুনরায় কার্যকর হবে। বিআইডব্লিউটিএ মঙ্গলবার এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
ডিএন/এমজেএফ