ঢাকা: দুর্নীতিবিরোধী ফেলোশিপের জন্য প্রস্তাবনা জমা দেওয়ার সময় এক মাস বাড়ালো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১০ আগস্ট) সময় বাড়ানো কথা জানিয়েছে।
১০ আগস্ট প্রস্তাবনা জমা দেওয়ার শেষ সময় ছিল, তা বাড়নো হয়েছে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে ফেলোশিপ দিতে বাংলাদেশি মালিকানাধীন সংবাদপত্র, অনলাইন এবং টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের প্রস্তাবনা জমা দেওয়ার সময় বর্ধিত করেছে টিআইবি।
এ বছরের প্রস্তাবনার বিষয়: শিক্ষা, স্বাস্থ্য (কোভিড-১৯ অতিমারিসহ), স্থানীয় সরকার, ভূমি ও জলবায়ু অর্থায়নে সুশাসন। চূড়ান্তভাবে নির্বাচিত ফেলোকে সম্মানী হিসেবে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।
প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিক সংবাদপত্র ও অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরা এবং ইলেক্ট্রনিক মিডিয়ার ক্ষেত্রে বিটিভি, বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলসমূহ ও রেডিওতে কর্মরত সাংবাদিকরা প্রস্তাবনা জমা দিতে পারবেন।
প্রস্তাবনা জমা দেওয়ার বর্ধিত তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১।
বিস্তারিত জানতে: https://www.ti-bangladesh.org/beta3/images/2021/notice/IJ_Fellowship_2021.pdf
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
ইইউডি/এমজেএফ