নীলফামারী: চিলাহাটি-হলদিবাড়ি রেলপথে তৃতীয় ধাপে এলো কালো পাথরবাহী ৩০টি ওয়াগন। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে ভারতের হলদিবাড়ি থেকে ছেড়ে আসা পাথরের ওয়াগনগুলি নিয়ে চিলাহাটি রেলস্টেশনে এসে পৌঁছায়।
চিলাহাটি স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম পাথরবাহী ওয়াগনের গার্ড নির্মল গোরামি, রাখেশ কুমার, লোকো চালক মনোজিত পাল চৌধুরী ও রনজিত কুমার সহকারী চালক অর্ক দাসকে শুভেচ্ছা জানান। এরপর ওয়াগনগুলি রেখে ভারতীয় ইঞ্জিনটি (লোকোমোটিভ) ভারতের হলদিবাড়ি ফিরে যায়।
রাজশাহীর শুভ এন্টারপ্রাইজ এজেন্সির আমদানিকৃত কালো পাথরবাহী ওয়াগনগুলি কাস্টম ইমিগ্রেশনের কাজ শেষে গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
আরএ