ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোডে সিএনজির ধাক্কায় আহত মারাজ মিয়া (১৯) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে মারা গেছেন।
বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কুড়িল বিশ্বরোডে রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় প্রথমে সে আহত হয়।
নিহত মারাজ হবিগঞ্জ বাহুবল উপজেলার মীরের পাড়া গ্রামে সোনাউর মিয়ার সন্তান। বর্তমানে কুড়িল বিশ্বরোড এলাকায় থেকে একটি প্রতিষ্ঠানে দারোয়ানের চাকরি করতো।
ঘটনার সময় সঙ্গে থাকা গ্রাম্য আত্মীয় রুহুল আমিন বলেন, কুড়িল বিশ্ব রোডে রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় প্রথমে মারাজ আহত ও পরে হাসপাতালে মারা যান।
ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইনেসপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এজেডএস/কেএআর