ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধার নব্য জেএমবি সদস্য ঢাকায় গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
হাতীবান্ধার নব্য জেএমবি সদস্য ঢাকায় গ্রেফতার

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধার নব্য জেএমবির সদস্য নাজমুস সাকিবকে (২৬) ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার (১১ আগস্ট) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম।

এর আগে, মঙ্গলবার (১০ আগস্ট) রাতে তাকে ঢাকার খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের একটি দল।

গ্রেফতার নাজমুস সাকিব হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের কোরবান আলীর ছেলে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বাংলানিউজকে জানান, নব্য জেএমবি সদস্য নাজমুস সাকিব পুলিশ সদস্য আহত ও সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকে আত্মগোপনে থেকে সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ আগস্ট) রাতে ঢাকার খিলগাঁও এলাকায় এন্ট্রি টেররিজম ইউনিটের সহযোগিতায় অভিযান চালিয়ে হাতীবান্ধা থানা পুলিশের একটি দল নাজমুস সাকিবকে গ্রেফতার করে।

গ্রেফতার সাকিবকে বুধবার দুপুরে লালমনিরহাট কারাগারে পাঠানো করা হয়েছে। সাকিবের বড় ভাই রাকিবও নব্য জেএমবি সদস্য। রাকিব বর্তমানে লালমনিরহাট কারাগারে রয়েছেন বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।