ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
বাগেরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে বজ্রপাতে প্রকাশ বিশ্বাস (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

বুধবার (১১ আগস্ট) দুপুরে মোল্লাহাট উপজেলার জয়ডিহি খালের মাথা এলাকায় মৎস্য ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তিনি মারা যান।

নিহত প্রকাশ বিশ্বাস মুণজিলা গ্রামের বিনয় বিশ্বাসের ছেলে।

কোদালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে স্ত্রীকে নিয়ে মাছের ঘেরে কাজ করতে যান প্রকাশ। দুপুরে বৃষ্টির সময় স্ত্রী ঘেরের পাড়ে থাকা একটি ঘরে আশ্রয় নিলেও প্রকাশ কাজ করছিলেন। তখন বজ্রপাতে অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে প্রকাশকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়াহিদ হোসেন বাংলানিউজকে বলেন, বজ্রপাতে মোল্লাহাটে এ বছর কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃষ্টি এবং মেঘ ডাকলে নিরাপদে আশ্রয় গ্রহণের পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।