ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

দুদকের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করলে জানানোর অনুরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
দুদকের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করলে জানানোর অনুরোধ

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে কেউ প্রতারণার আশ্রয় নিচ্ছে সন্দেহ হলে তাৎক্ষণিক জানানো অনুরোধ করেছে কমিশন।

বুধবার (১১ আগস্ট) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুদক কর্মকর্তা পরিচয়ে কেউ প্রতারণার আশ্রয় নিচ্ছে সন্দেহ হলে তাৎক্ষণিক ১০৬ অথবা ০১৭১১৬৪৪৬৭৫ নম্বরে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে। এ নম্বরে অভিযোগ করলে দুদক তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।