ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে টিকাকাণ্ডে ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য বিভাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
রাজশাহীতে টিকাকাণ্ডে ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য বিভাগ

রাজশাহী: রাজশাহীতে টিকাকাণ্ডে তানোর ও বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (টিএইচও) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সিভিল সার্জন দফতর।  

বুধবার (১১ আগস্ট) বিকেলে পাঠানো কারণ দর্শানোর নোটিশে আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।  

দুটি ঘটনার ব্যাপারেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে গত ১০ আগস্ট পৌর সদরের নিজ সরকারি বাসায় টিকা নেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। টিএইচও বার্নাবাস হাঁসদাক চেয়ারম্যানের বাসায় দ্বিতীয় ডোজের টিকা দিতে পোর্টার নিশান মণ্ডল ও ইপিআই মেডিক্যাল টেকনিশিয়ান জহির উদ্দিনকে পাঠান। সেখানে চেয়ারম্যানের শরীরে টিকা পুশ করেন পোর্টার নিশান মণ্ডল।

এছাড়া গত ৭ আগস্ট রাজশাহীর বাগমারায় ওয়ার্ড পর্যায়ে টিকাদানের উদ্বোধনীতে স্থানীয় এক বৃদ্ধের শরীরে টিকা পুশ করেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। সেখানে বাগমারার টিএইচও ডা. গোলাম রাব্বানীও উপস্থিত ছিলেন।

এই দুটি ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় শুরু হয়।

সিভিল সার্জন দপ্তর জানিয়েছে, প্রশিক্ষিত না হয়েও এমপি এনামুল হক কীভাবে টিকা পুশ করলেন সেই ব্যাখা চাওয়া হয়েছে বাগমারার টিএইচওর কাছে। এছাড়া কীভাবে টিকাদান কেন্দ্রের বাইরে করোনার টিকা গেলো এবং পোর্টার টিকা পুশ করলেন সেটির ব্যাখ্যা চাওয়া হয়েছে তানোরের টিএইচওর কাছে।

বাংলাদেশ সময়: ০৮০৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।